হাতিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৪ জনকে আসামী করে মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়াতে ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে নিহতের ছেলে বিটেল চন্দ্র দাস বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেন। এই ঘটনায় ইতোমধ্যে আটক করা হয়েছে চরঈশ্বর ইউনিয়নের সুমন চন্দ্র দাস ও আমজাদকে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ইউপি সদস্য রবীন্দ্রকে হত্যার ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫ থেকে ২০জনকে আসামী করে নিহতের ছেলে এ মামলা দায়ের করেন। আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।