হাজার মোটরসাইকেল চুরি মামলার মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
হাজার মোটরসাইকেল চুরি মামলার মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গতকাল রাতভর সীতাকুন্ড ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাইক চোর সিন্ডিকেটকে গ্রেফতার করা হয়। সকালে নগরীর কোতোয়ালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে নানান কৌশলে মোটরসাইকেল চুরি করে ‘বর্ডার ক্রস বাইক’ বলে কম দামে বিক্রি করতো এই সিন্ডিকেটটি। এসময় তাদের কাছ থেকে ২০টি চোরাই বাইকও উদ্ধার করেছে পুলিশ।























