হাওড় রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি বিএনপি’র

- আপডেট সময় : ০২:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
হাওড় রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি করেছে বিএনপি। নয়া পল্টনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের অব্যবস্থাপনার জন্যই চালের দাম বাড়ছে বলে মনে করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একটি প্রতিনিধি দল সম্প্রতি সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চল সরেজমিনে পরিদর্শন ও কৃষকদের দুর্দশার চিত্র দেখে এসেছেন। সংবাদ সম্মেলনে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা জেলার হাওড় রক্ষা বাঁধ নির্মাণে সীমাহীন দুর্নীতি-লুটপাট বন্ধ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় বাড়ছে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম। মৌসুমেও চালের দাম বাড়ার সমালোচনা করে তিনি বলেন, বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অদক্ষতা ও দুর্নীতির কারণেই বাজার মনিটর করতে পারছে না সরকার।