হাইকোর্টের দেয়া রায়কে অনভিপ্রেত ও নিম্ন পর্যায়ের বলে মন্তব্য করেছে আপিল বিভাগ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নদীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে হাইকোর্টের দেয়া একটি রায়কে অনভিপ্রেত ও নিম্ন পর্যায়ের বলে মন্তব্য করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই মন্তব্য করে। নদী রক্ষা করা নিয়ে হাইকোর্টের ওই রায়ে অনেকগুলো দিক অসঙ্গতিপূর্ণ বলেও অসন্তোষ জানায় আপিল বিভাগ। রায়টি পর্যালোচনা করে আদেশ দেয়ার কথাও জানানো হয়। এছাড়া, কোনো রায়ে হাইকোর্ট সরকারকে কোনো আইন করতে নির্দেশ দিতে পারে না বলেও অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।