হলি রঙ খেলা আর আনন্দ উৎসবের একদিন

- আপডেট সময় : ০৯:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
হলি উৎসব। রঙ খেলা আর আনন্দ উৎসবের একদিন। শাখারি বাজার, তাঁতী বাজার, নয়াবাজার সহ পুরান ঢাকার অনেক জায়গায় এই উৎসবে মেতে উঠে নগরবাসী । তবে এবার সীমিত পরিসরে আয়োজন করা হয়েছিল হলি’র। বহিরাগতদের আগমন ঠেকাতে সতর্ক ছিলো পুলিশ।
লাল নীল বেগুনি সোনালী রুপালি তাঁতীবাজারের রাস্তায় আর দেয়ালে এত শত রঙের বাহার।
শিশুদের হাতে পিচকারি রঙের বোতল আর রঙ ভর্তি বেলুন। ছোট ছোট গলিতে চলছে রঙ মাখামাখি আর আনন্দ উদযাপন।
শিশু যুবক যুবতি সবাই রাস্তায় নেমে অথবা বাড়ি থেকেই পানি ছিটিয়ে হোলি উৎসবে অংশ নিচ্ছে।
তবে এবার উৎসবে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করেন স্থানীয়রা। কারণ বহিরাগতদের আগমণ বন্ধ করার পাশাপাশি নাচ গানেও কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
দুপুর থেকে নেচে গেয়ে ঢাক ঢোলের শব্দে বের হয় শোভাযাত্রা। তাঁতী বাজার থেকে শাখারি বাজার পর্যন্ত তরুণ তরুণীদের এই আনন্দ চলতে থাকে।
সনাতন বৈষ্ণব ধর্মানুসারে ফাল্গুনি পুর্ণিমা বা দোলপূর্ণিমায় বৃন্দাবনে রাধিকা ও সখীদের সাথে শ্রীকৃষ্ণ রঙ খেলায় মেতেছিলেন।