হবিগঞ্জে ১৩০-৩৫ টাকা কেজির ব্রয়লার এখন পাইকারিতেই বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২শ’ টাকা

- আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
হবিগঞ্জে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ করে বেড়ে গেছে মুরগি ও ডিমের দাম। দু’দিন আগেও খুচরা বাজারে যে ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৩০/৩৫ টাকা কেজি। বর্তমানে পাইকারি বাজারেই সেটি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। দাম বাড়ায় বাজারে দেখা দিয়েছে মুরগির সংকট।
গেল দুদিন ধরে হবিগঞ্জে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে মুরগির দাম। অধিকাংশ দোকানে মুরগী না থাকায় বিপাকে পড়েছেন পাইকারি ও খুচরা ব্যবসাইরা। মুরগির খাবারসহ অন্যান্য জিনিষের দাম বেড়ে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে বলে জানান ক্রেতারা।
বিদুৎ সংকটে মুরগীর খাবার ও তেলের দাম বৃদ্ধির কারণে খামারিরা উৎপাদন বন্ধ করে দিয়েছেন। এছাড়াও অনেক কোম্পানি কৃত্রিম সংকট সৃষ্টি করায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানান পাইকাররা ।
জিনিষ পত্রের দাম বেড়ে যাওয়ায় খামার বন্ধ করে দিতে হচ্ছে বলে জানান এই খামারি।
বাজার নিয়ন্ত্রণে দ্রুত কর্তৃপক্ষের তদারকির দাবী স্থানীয়দের।