হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছে। পুলিশ জানায়, ইউসুফ আলী ও তাঁর একমাত্র শিশু সন্তানকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাড়িঁয়ে ছিলেন। এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ আলী দৌঁড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে।
ছেলেকে বাঁচাতে দৌঁড়ে যান শিশুর বাবা ইউসুফ আলীও। এসময় সিলেটগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত ইউসুফ আলীকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তারও।
এদিকে, নড়াইলের গোবরা-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী হাকিম নিহত হয়েছে। পুলিশ জানায়, মোটর সাইকেলে হাকিম বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় ট্রাকচাপায় নিহত হয়। আহত অপর দুই বন্ধুকে নড়াইল ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।




















