হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৫ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৯২০ বার পড়া হয়েছে
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন।
ভোর ৪টার দিকে উপজেলার শাহপুর এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক জসিম মিয়া জানান, বিদেশ ফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়া যাচ্ছিল। এ সময় শাহপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানও মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, আহত হন কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠায়। পরে মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানায় নিয়ে আসে।