হত্যার ২১ বছর পর আদালতের রায়

- আপডেট সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ২০০৭ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষক আবদুর রহমানকে হত্যার ২১ বছর পর রায় দিয়েছে আদালত। রায়ে মামলার ১৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলার এজাহারে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর পাঁচবিবি উপজেলার হরেন্দ্রা গ্রামের কৃষক আব্দুর রহমানকে একই গ্রামের আব্দুল গফুরসহ বেশ কয়েকজন ধানের জমি থেকে উঠিয়ে নিয়ে যায় স্থানীয় কালামের বাড়িতে। সেখানে আব্দুর রহমানকে নির্যাতন চালিয়ে হত্যা করে তারা। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সি ২৪ জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন। ২০০৩ সালের ৩ এপ্রিল তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা জাহেদুল হক ১৯ জনের নামে অভিযোগপত্র জমা দেন।