হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি। সকালে আখাউড়া রেলস্টেশন চত্বরে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, হত্যার রাজনীতির পর মিথ্যার রাজনীতিই হলো বিএনপির রাজনৈতিক আদর্শ। তারই ধারাবাহিকতা ২০০১ সালে ক্ষমতা দখল করে বিএনপি প্রতিশোধ নিতে বাংলার জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। শেখ হাসিনাকে হত্যার জন্য বিএনপির ১৯ বারের চেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক শান্তিও দেখেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।