হঠাৎ করেই কনকনে শীত উত্তরের জেলাগুলোয়

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১৮০০ বার পড়া হয়েছে
হঠাৎ করেই কনকনে শীত উত্তরের জেলাগুলোয়। কুড়িগ্রামের চরাঞ্চলে অনুভূত হচ্ছে হিম বাতাস। লোকালয়ে হানা দিচ্ছে ঘন কুয়াশা। শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী মানুষ।আবহাওয়া অধিদফতর বলছে, সারা দেশে তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া সকালে রাজধানীসহ প্রায় সারাদেশ ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে হওয়া বৃষ্টি কেটে যাওয়ার পরেই শীত জেঁকে বসেছে এসব এলাকায়। হেমন্ত শেষ হবার আগেই শুরু হয়ে গেছে মাঘের শীত।