হজের নিবন্ধনের সময় আরও ২১ দিন বাড়ানো হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:২২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১৮১৪ বার পড়া হয়েছে
হজের নিবন্ধনের সময় আরও ২১ দিন বাড়ানো হচ্ছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় বাড়িয়ে আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি ভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে জানানো হয়।





















