গোপালগঞ্জে বৈদ্যুতিক খুঁটি অপসারণ নিয়ে সড়ক ও বিদ্যুত বিভাগের মধ্যে চলছে রশি টানাটানি

- আপডেট সময় : ০২:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে নির্মাণাধীন তিনটি জেলা সড়কের বৈদ্যুতিক খুঁটি অপসারণ নিয়ে সড়ক ও বিদ্যুত বিভাগের মধ্যে চলছে রশি টানাটানি। একে, অন্যের উপর দায় চাপাচ্ছে। ফলে, খুঁটি রেখেই চলছে সড়ক উন্নয়নের কাজ। এতে সড়ক দুর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা।
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা-তালাবাজার, কাশিয়ানী উপজেলার ফুকরা লঞ্চঘাট-রামদিয়া বাজার ও গেড়াখোলা-জয়নগর… এই তিনটি রাস্তার নির্মাণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ। ইতিমধ্যে কাজও ৭০ ভাগ শেষ হয়ে গেছে। কিন্তু, সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হয়নি। পল্লী বিদ্যুত সমিতিকে চিঠি দিয়েও সাড়া পায়নি সড়ক বিভাগ। এসব খুঁটি থাকায় যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। খুঁটি সরিয়ে দ্রুত কাজ শেষ করার দাবী জানিয়েছে, এলাকাবাসী।
বিভিন্ন সময়ে অনুমতি বা কারিগরি সহায়তা ছাড়াই, পল্লী বিদ্যুত যত্রতত্র খুঁটি স্থাপন করে বলে, অভিযোগ সড়ক বিভাগের এ কর্মকর্তার। সড়ক প্রশস্ত করার সময় খুঁটি অপসারণের জন্য চিঠি দেয়ার পাশাপশি বিল দিতে হয়।এরপরই, উদ্যোগ নেয়া হয় বলে জানায়, পল্লী বিদ্যুত সমিতি। দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কের উপর থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ চায় এলাকাবাসী।