সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন আজ থেকে কার্যকর হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৬০৭ বার পড়া হয়েছে
সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন সড়ক পরিবহন আইন আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ব বিদ্যালয় সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে অবকাঠামোগত উন্নয়ন হলেও সড়কে শৃঙ্খলা নাই, এটি একটি বড় সংকট। আর এ শৃঙ্খলা ফেরাতেই পরিবহন আইন করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো দিবালোকের মতো পরিস্কার, বিএনপির কাছে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। দেশীয় উৎপাদনের কথা মাথায় রেখেই বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে,এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে না বলেও জানান ওবায়দুল কাদের।

















