সড়ক পরিবহন আইন-২০১৮ সংসদে পাস হলেও তা বাস্তবায়নে কোনো বিধিমালা তৈরি হয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৬৭১ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন আইন-২০১৮ সংসদে পাস হলেও গত চার বছরে তা বাস্তবায়নে কোনো বিধিমালা তৈরি হয়নি বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। প্রেসক্লাবে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের উদ্যোগে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, বিধিমালা তৈরি না হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরছে না। এর ফলে মৃত্যুর মিছিল বাড়ছে বলেও জানান তিনি। অবিলম্বে সড়ক পরিবহন বিধিমালা জারি করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন। মানসম্মত হেলমেট ও গাড়ির গতিসীমা বিষয়ে ব্যবহারবিধি নির্ধারণ করে দেয়ার দাবি জানান তিনি। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরিতে সরকার ও গণমাধ্যমসহ সকলের প্রতি আহ্বান জানান ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।






















