সড়ক ও মহাসড়কগুলোতে দু’বেলা পানি ছিটাতে হবেঃ খোরশেদ আলম সুজন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
 - / ১৫৯৮ বার পড়া হয়েছে
 
সড়ক ও মহাসড়কগুলোতে দু’বেলা পানি না ছিটালে প্রকল্প বাস্তবায়নের কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
সকালে নগরীর টাইগারপাস মোড় থেকে ধূলোবালি প্রতিরোধে রাস্তায় পানি ছিটানো কর্মসুচির উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তারা। তিনি আরো জানান, করোনার কারণে দীর্ঘদিন পর অনেকগুলো প্রকল্প বাস্তাবায়নের কাজ শুরু করেছে উন্নয়ন প্রতিষ্ঠানগুলো। এতে অত্যাধিক ধূলোবালিতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। মানুষের ভোগান্তি কমাতে প্রকল্প এলাকার রাস্তায় দিনে দুই বেলা পানি ছিটানোর নির্দেশনা দেন তিনি। সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলোর সামনে নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্যোগে পানি ছিটাতে হবে।
																			
																		














