স্বীকারোক্তি জবানবন্দী দেননি মিতু হত্যা মামলার আসামী বাবুল আক্তার
- আপডেট সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
১৬৪ ধারায় জবানবন্দী দিতে চেয়ে পিবিআইয়ের হেফাজত থেকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় গিয়ে তা অস্বীকার করলেন মিতু হত্যা মামলার আসামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এতে বিস্মিত মামলার তদন্তকারী প্রতিষ্ঠানসহ আইনজীবীরাও।
এ সময় নতুন কোন আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ৫ দিনের রিমাণ্ড শেষে সকালে অনেকটা গোপনে বাবুল আক্তারকে আদালতে নিয়ে আসে পিবিআই। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে তার স্বীকারোক্তিমুলক জবানবন্দী রেকর্ডের আবেদনও জানান তদন্তকারী কর্মকর্তা। এসময় আইন অনুযায়ী পিবিআইয়ের হেফাজত থেকে বিচারকের খাস কামরায় নেয়া হয় তাকে। ৩ ঘন্টা বিশ্রামের পর বিচারক তার জবানবন্দ্বী রেকর্ড করার প্রস্তুতি নিলে হঠাৎ করেই অস্বীকৃতি জানান বাবুল আক্তার। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নতুন কোন আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে বাবুলের আইনজীবী জানান, রিমান্ড চলাকালে এবং আদালতে বাবুল আক্তারের সঙ্গে তাকে যোগযোগ করতে দেয়া হয়নি।























