স্বাস্থ্য সেবা নিশ্চিতে সঠিক তথ্য জানা প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি : ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
- আপডেট সময় : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্য সেবা নিশ্চিতে সঠিক তথ্য জানা প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি বলে মনে করেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোগের সঠিক তথ্য এবং জনসচেতনতা মানুষের জীবন বাঁচাবে বলে জানান তিনি। ক্যান্সার, দূর্ঘটনা, বার্ন, অটিজম, শব্দদূষণ, মানসিক অসুস্থতা এবং ডায়াবেটিস জনিত ছয়টি রোগের সচেতনতা বিষয়ক তথ্যচিত্র নির্মান ও প্রচার কার্যক্রম বিষয়ে এক কর্মশালায় ফ্লোরা বলেন, অর্ধেক জানা কখনও সচেতনতা নয়। সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য মানুষের কাছে পৌছে দিতে হবে। এছাড়া, ক্যান্সার, ডায়াবেটিস,অটিজমসহ যেকোনো সমস্যায় ভয় না পেয়ে জয় করতে হবে। স্বাস্থ্য সচেতনতায় এসব রোগ সম্পর্কে মানুষের মাঝে আরও সচেতনতা বৃদ্ধি করা এবং জনসচেতনতামূলক কার্যক্রমের প্রচার প্রচারনা বেশি প্রয়োজন বলে আলোচকরা মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্ট মো: মিজানুর রহমান আরিফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

























