স্বাস্থ্য নিরাপত্তায় পার্সোনাল প্রক্টেটিভ ইক্যুইপমেন্ট নিশ্চিত করার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবরতি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
 - / ১৫৬৪ বার পড়া হয়েছে
 
নিজেদের স্বাস্থ্য নিরাপত্তায় পার্সোনাল প্রক্টেটিভ ইক্যুইপমেন্ট নিশ্চিত করার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবরতি চলছে ইন্টার্ন চিকিৎসকদের।
সকাল আটটা থেকে তারা কর্মবিরতি শুরু করেন। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান হিমেল জানান, হাঁচি-কাশিসহ নানা ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা এই হাসপাতালে আসছেন। কিন্তু তাঁদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তিও করা হচ্ছে। এ অবস্থায় নূন্যতম স্বাস্থ্যনিরাপত্তা ছাড়াই রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। তাই পার্সোনাল প্রক্টেটিভ ইক্যুইপমেন্ট নিশ্চিত করা না হলে চিকিৎসকরাও করোনা ঝুঁকিতে পড়তে পারেন। তাই কর্মবিরতি চলছে। তবে হাসপাতাল পরিচালক তাদের দাবি পূরণের আম্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
																			
																		














