স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া শিশুটি আট দিন পর উদ্ধার

- আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া দুই মাসের শিশু তাইয়েবাকে আটদিন পর উদ্ধার করেছে পুলিশ। নিজের সন্তান দত্তক দিয়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে অন্যের সন্তান চুরি করেন অভিযুক্ত গৃহবধূ শাকিলা।
বৃহস্পতিবার থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পাশের বড়াইগ্রামের তিরাইল গ্রামের ট্রাকচালক সাইদুলের স্ত্রী শাকিলা শিশুটি চুরি করে নিয়ে যান। হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে পুলিশের স্পেশাল টিম সাতদিনব্যাপী পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার গভীর রাতে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর থেকে শাকিলাকে গ্রেফতার করা হয়। এ সময় শিশু তাইয়েবাকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। অভিযুক্ত শাকিলা জানায়, মাস দুয়েক আগে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। স্বামী সাইদুল ভরণপোষণ দিতে অস্বীকৃতি জানালে এক গার্মেন্টস কমীর কাছে নিজের শিশু কন্যাটিকে দত্তক দেন। পরে সাইদুল দত্তক দেয়া সন্তানকে ফিরে পেতে শাকিলার ওপর নির্যাতন শুরু করেন। নির্যাতন সইতে না পেরে কৌশলে শিশু তাইয়েবাকে চুরি করেন তিনি।