স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করতেই হেফাজতে ইসলাম নাশকতা চালিয়েছে : বেনজীর আহমেদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করতেই হেফাজতে ইসলাম এই নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন তিনি। হরতালে নাশকতা ও হামলার মামলায় হেফাজতে ইসলামের নেতাদের নাম না থাকার বিষয়ে পুলিশের মহাপরিদর্শক জানান, যারা সরাসরি অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে নির্দেশদাতা হিসেবে হেফাজত নেতাদের নাম আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।










