স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ
- আপডেট সময় : ০১:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসতে সুপারিশ করেছে জাতিসংঘ। সুখবরটি জানাতে বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি …..সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনা সভা শেষে শুক্রবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেন। ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে। জাতিসংঘের নিয়মানুযায়ী, কোনো দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণ করতে পারলেই স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসতে চূড়ান্ত সুপারিশ পায়। প্রথম দফায় ২০১৮ সালের মার্চে বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার যোগ্য হিসেবে সিডিপির সুপারিশ লাভ করে।




















