স্বাধীনতার মাসে বাংলাদেশ বিমানে যুক্ত হল আকাশতরী ও শ্বেতবলাকা নামে নতুন দুটি উড়োজাহাজ

- আপডেট সময় : ০১:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
স্বাধীনতার মাসে বাংলাদেশ বিমানে যুক্ত হল আকাশতরী ও শ্বেতবলাকা নামে নতুন দুটি উড়োজাহাজ। রোববার সকালে বিমান দুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিমান বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আরো আন্তরিকতা ও সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে বিমান বাংলাদেশকে আরো উন্নত করা হবে। বিএনপি-জামাত জোট সিভিল এভিয়েশন খাতকে ধংসের মুখে ঠেলে দিয়েছিল। বর্তমানে বিমান বাংলাদেশে ২১টি নতুন বিমান সার্ভিস দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের প্রত্যেকটি বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এবং আন্তর্জাতিক রুটে এর অবস্থানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে চায় সরকার।