স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে পাকিস্তান

- আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
তৃতীয় টি-টুয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে পাকিস্তান। বারবার রং পাল্টানো ম্যাচে ইংলিশদের ৫ রানে হারিয়েছে বাবর আজমের দল। ম্যানচেস্টারে পাকিস্তানের দেয়া ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৫ রান তোলে ইংল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৯ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। কিন্তু এক প্রান্ত আগলে রেছে লড়াই চালান মঈন আলী। কিন্তু শেষ পর্যন্ত ১২ বলে ২০ রানের সমীকরণ মেলাতে পারেনি এই মিডলঅর্ডার। ৩৩ বলে ৬১ রানে সাজঘরে ফেরেন মঈন আলী। এছাড়া ৪৬ রান আসে টম বেন্টনের ব্যাট থেকে। দুটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ। তার আগে, টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচ ও সিরিজ সেরা হাফিজের ৮৬ রানে ঝড়ে ৪ উইকেটে ১৯০ তোলে পাকিস্তান। এছাড়া হায়দার আলীর উইলো থেকে আসে ৫৪ রান। সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত।