স্বল্প ও দীর্ঘমেয়াদিসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চলমান উন্নয়ন অগ্রগতি যাতে আগামিতেও অব্যাহত থাকে, তারজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদিসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে, রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা বিভাগে অনুষ্ঠিত সচিব সভায়, এ কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চার বছর দেড় মাস পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে সকাল ১০টায় বৈঠক শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলসহ দেশের সব মানুষের জীবনমানের উন্নয়ই হবে সরকারের সব পরিকল্পনার মূল লক্ষ্য। এসময়, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা যাতে কোন ভাবেই ব্যর্থ না হয়, তার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান, সরকার প্রধান।











