স্বতন্ত্র মাইক্রোক্রেডিট ব্যাংকিংয়ের আলাদা আইন হবে: প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ০৩:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
স্বতন্ত্র মাইক্রোক্রেডিট ব্যাংক সৃষ্টি করতে আলাদা আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সাথে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান গুলোকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়ার কথাও জানান তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃত ব্যাংকিং ব্যবস্থা মানুষের পরিচয় আর বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি -এমআরএ ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্র উদ্যোক্তা; বিনিয়োগের পরিবেশ ও বিনিয়োগ পেলে তরুণরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রসারে আলাদা মাইক্রোক্রেডিট ব্যাংক তৈরির উদ্দেশ্যে আইন করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে মাইক্রোক্রেডিট ব্যাংকগুলোকে লাইসেন্স দেয়ার সময় কার্যপরিধি স্পষ্ট করতে হবে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রকৃত ব্যাংক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্বাসের প্রয়োজন জামানতের নয়। এক্ষেত্রে গ্রামীণ ব্যাংক প্রকৃত উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় গ্রামীণ ব্যাংকের কার্যক্রমই আগামী দিনের টেকসই ব্যাংকিং হবে বলে মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস।