স্বচ্ছতার সঙ্গে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশ ভূমিমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৭০৬ বার পড়া হয়েছে
স্বচ্ছতার সঙ্গে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। একইসঙ্গে ভূমি সংক্রান্ত অনিয়ম দুর্নীতি রোধ, খাসজমি ইজারা দেয়ার ক্ষেত্রে যথাযথ আইন অনুসরণে জিরো টলারেন্স নীতি অবলম্বনের তাগিদ দিয়েছেন তিনি । আর ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের ৪র্থ দিনে এসব কথা বলেন তারা ।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনে ৪র্থ দিনে জেলা প্রশাসকদের নানা দিক নির্দেশনা দেন ভূমি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। পরে ভূমিমন্ত্রী সাংবাদিকদের বলেন, একজনের জমি অন্যজন দখল করে খেতে পারবে না। তবে রেকর্ড ডিজিটাল না হওয়া পর্যন্ত পুরো সুফল জনগণ পাবে না। ডেঙ্গু প্রতিরোধে ৯০ শতাংশ সচেতনতা প্রয়োজন উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পাঁচ কোটি টাকার ওষুধ কেনার অনুমোদন দেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, সোলার প্যানেল, পানি সংরক্ষণ, ভূমি বিরোধ নিরোসন করতে হবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী।