স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিক বিলবাও

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দ্বিতীয় দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিক বিলবাও। দ্বিতীয় সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে তারা।
ম্যাচ শুরুর প্রথম ১৫ সেকেন্ডেই বিলবাওয়ের জালে বল পাঠায় অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে, জোয়াও ফেলিক্সের সেই গোল বাতিল হয় অফসাইডে। পরে প্রথমার্ধের বাকিটা সময় একচেটিয়া আধিপত্য করলেও গোল তৈরির পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি অ্যাথলেটিকো। ম্যাচের ৬২ মিনিটে গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। ৭৭ মিনিটে সমতা আনে বিলবাও, আলভারেজের গোলে। তিন মিনিট পর দলের জয় নিশ্চিত করেন উইলিয়ামস। যোগ করা সময়ে মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাথলেটিকোর ডিফেন্ডার জোসে মারিয়া হিমেনেস। রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বিলবাও।