স্প্যানিশ লা লিগায় হেরেছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় হেরেছে বার্সেলোনা। প্রোমোটেড কাদিজের বিপক্ষে কাতালানদের পরাজয় ২-১ গোলে। তবে জিতেছে রিয়াল মাদ্রিদ। বিগ ম্যাচে সেভিয়াকে হারিয়েছে ১-০ গোলে।
পুরো ম্যাচে মাত্র ১৮ শতাংশ বলের দখল পাওয়া কাদিজ ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় জিমেনেজের গোলে। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সফরকারী বার্সেলোনা, যেখানে আত্মঘাতী গোলে বড় অবদান পেদ্রো আলকালার। তবে তারপরও পরাজয় এড়াতে ব্যর্থ বিবর্ণ বার্সেলোনা। দলের ২১ শটের ১০টায় ছোঁয়া ছিল লিওনেল মেসির, কিন্তু গোল আদায় করতে পারেনি। উল্টো বদলি হিসেবে নামার ৪৪ সেকেন্ডের মধ্যে গোল করে কাদিজের জয়ের নায়ক নেগ্রেদো। পরাজয়ে টেবিলের সাতে কাতালানরা, শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান ১২।



















