স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্রানাডাকে ৪-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে আছে লস ব্লাস্কোস।
গ্রানাডার মাঠে ম্যাচে শুরু থেকেই দাপুটে ছিল রিয়াল মাদ্রিদ। ১৯ মিনিটে মার্কো আসেন্সিয়োর গোলে লিড নেয় অ্যানচেলোত্তির দল। ২৫ মিনিটে নাচো ফার্নান্দেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদের জায়ান্টরা। ৩৪ মিনিটে এক গোল শোধ দেয় গ্রানাডা। স্কোর শিটে নাম তোলেন সোয়ারেজ। ৫৬ মিনিটে আবারও গোলের দেখা পায় রিয়াল। এবার গোলদাতা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ৭৬ মিনিটে রিয়ালের ৪-১ গোলের জয় নিশ্চিত করেন ফ্রিল্যান্ড মেন্ডি। এই জয়ে এক ম্যাচ কম খেলে রিয়াল সোসিয়েদাদকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে লস ব্লাঙ্কোসরা।