স্থায়ী কোন ব্যবস্থা না থাকায় পানি ওঠানামায় তীব্র হয়ে উঠছে তিস্তার ভাঙ্গন
- আপডেট সময় : ০৫:১১:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
স্থায়ী কোন ব্যবস্থা না থাকায় পানি ওঠানামায় তীব্র হয়ে উঠছে তিস্তার ভাঙ্গন। ঘর-বাড়ি ও ফসলি জমি হারিয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার প্রায় ৫শ’ পরিবার। দেবে গেছে বুড়িরহাটের তীররক্ষা আরসিসি সলিড স্পারের ৩০ মিটার। কয়েক বছর ধরে এ অবস্থা চলতে থাকলেও তিস্তার ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড।
বৃষ্টি আর উজানের ঢলে তীব্র স্রোতে বইছে তিস্তার পানি। স্রোতের আঘাতে রাজারহাটের বুড়িরহাটে দেবে গেছে তীররক্ষা আরসিসি সলিড স্পার। ফলে হুমকিতে পড়েছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের কয়েকটি গ্রাম।
অন্যদিকে নদীর দুই পাড়ের ভাঙ্গণে ঘর-বাড়ি সরিয়ে নিতে দিশেহারা স্থানীয়রা। ভিটে মাটি হারানো পরিবার শেষ অবলম্বন রক্ষায় সর্বান্ত চেষ্টা করছেন। তিস্তার ভাঙ্গন রোধের জোর দাবি জানান তারা।
জেলার উপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর ভাঙ্গন কবলিত ৪০টি পয়েন্টের মধ্যে গুরুত্বপুর্ণ জায়গাগুলো জরুরী ভিত্তিতে কাজ চলছে।
জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার উপর দিয়ে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে তিস্তা নদী।















