স্থলবন্দর দিয়ে দেশে ঢুকতে শুরু করেছে ভারতের পেঁয়াজবাহী ট্রাক

- আপডেট সময় : ০৭:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
হিলি, বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা বন্দরের ভারতীয় অংশে অপেক্ষায় থাকা পেঁয়াজবাহী ট্রাক দুপুর থেকে দেশে ঢুকতে শুরু করেছে। ফলে কমতে শুরু করেছে সারাদেশে পেঁয়াজের দাম।
হিলি বন্দরের ওপাড়ে ভারতের অংশে অন্তত ২৫০ পেঁয়াজবাহী ট্রাক অপেক্ষায় আছে বলে জানিয়েছেন, আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ হারুন। অবশিষ্ট ট্রাকগুলো তাদের এলসিকৃত ১০ হাজার টন পেঁয়াজ ভারত থেকে পর্যায়ক্রমে বাংলাদেশে ঢোকার অনুমতি পাবে। এদিকে, ভারতীয় পেঁয়াজ আসছে এই খবরে দিনাজপুরের বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ২০ টাকা কম দরে বিক্রি হচ্ছে আজকের পেঁয়াজ।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উল্টো পাশে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত। দুপুরে পেঁয়াজ ভর্তি ট্রাক ঢুকতে শুরু করেছে। ৫ দিন আগে আটকে পড়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের ১৬৫ ট্রাক পেঁয়াজ। ১২ দিন আগে লোড দেয়া পেঁয়াজ ঘোজাডাঙ্গা বন্দরে এসে দাঁড়িয়ে ছিল পাঁচ দিনেরও বেশি। ফলে পেঁয়াজে পচন ধরেছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সকালে ২১৩ মেট্রিক টনের ৮টি পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।