স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে বুকে ছুরি চালিয়ে এক যুবকের আত্মহত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্ত্বরেই নিজেই বুকে ছুরি চালিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
নিহত যুবক হাফিজুর রহমান শহরের কামড়াপুর গ্রামের বাসিন্দা নূর মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফিজুর কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। নানা কারণে তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হওয়ায় একপর্যায়ে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরে স্ত্রী-সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর। দুপুরে আদালতে হাজির হয়ে স্ত্রী বুশরা আর স্বামীর সাথে থাকবে না বলে জানালে আদালত থেকে বেরিয়েই তাদের সামনে হাফিজুর নিজের বুকে নিজেই ছুরি দিয়ে আঘাত করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।



















