স্ট্যাম্প ভেঙ্গে আবারও বিতর্কিত সাকিব আল হাসান

- আপডেট সময় : ০৭:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আবারও বিতর্কিত সাকিব আল হাসান। মিরপুরে আবাহনী-মোহামেডান ঐতিহ্যের লড়াইয়ে সমালোচানার মুখে বিশ্বসেরা অলরাউন্ডার। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে স্ট্যাম্প ভাঙ্গলেন সাকিব।
বিতর্ক আর সাকিব যেন একই সুতোয় গাথা। ঢাকা প্রিমিয়ার লিগে তা আরও একবার প্রমাণ করলেন সাকিব আল হাসান। মিরপুরে চলছিলো আবাহনী-মোহমেডানের ঐতিহ্যের লড়াই। টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৫ রান তোলে সাকিবের মোহামেডান। জবাবে ৯ রানে ৩ উইকেট নেই আবাহনী। বিপর্যয়ে হাল ধরেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এমন বাস্তবতায় মুশফিককে এলবিডব্লিউ’র ফাদে ফেলেন সাকিব। সাকিবের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার, তাতেই গণ্ডগোল। মুহুর্তেই ক্ষেপে যান সাকিব।
স্ট্যাম ভেঙেও খান্ত হননি সেভেনটি ফাইভ। আম্পায়ার ইমরান পারভেজের সঙ্গে তর্কে জড়ান-তর্কে জড়ান প্রতিপক্ষের সঙ্গে।
তাতেও থামেন সাকিব। বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে আম্পায়ার আর স্ট্যাম্পের উপর আরও একবার ক্ষোভ ঝাড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সমালোচিত এমন ঘটনার পর নিজের ফেসবুক পেজে ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান।