স্টেডিয়াম ক্যাম্প ন্যু’র টাইটেল স্বত্ব বেচে দিচ্ছে বার্সেলোনা

- আপডেট সময় : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবেলায় নিজেদের সুবিশাল স্টেডিয়াম ক্যাম্প ন্যু’র টাইটেল স্বত্ব বেচে দিচ্ছে বার্সেলোনা। এক বিবৃতিতে ১ বছরের জন্য ক্যাম্প ন্যু’র স্বত্ব বেচে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটির নির্বাহী বোর্ড।
যার প্রাপ্ত অর্থ পুরোটাই ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য। ঋণে জর্জরিত বার্সেলোনা। করোনাভাইসের জন্য আরো তীব্র হয়েছে সঙ্কট। যা মোকাবেলার জন্য খেলোয়াড়-কোচদের বেতন কাটার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। তবুও নিজেদের স্টেডিয়ামের স্বত্ব বিক্রির কথা ভাবেনি বার্সা। এবার সেই সিদ্ধান্তই নিল বার্সেলোনা। ক্যাম্প ন্যু এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। ৯৯ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির নাম স্বত্ব ২০২০-২১ মৌসুমের জন্য বিক্রি করবে বার্সেলোনা। ১৯৫৭ সালে চালু হওয়ার পর এই প্রথমবারের মতো স্টেডিয়ামের নাম স্বত্ব বিক্রি করতে যাচ্ছে কাতালান ক্লাবটি।