সোয়া ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরে দুই সরকারী কর্মচারীকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সোয়া ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরে দুই সরকারী কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফর জানান, ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার সরকার আমিরুল ইসলাম এবং দিনাজপুর হিসাব দপ্তরের অডিটর মাহাফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, সরকার আমিরুল ইসলাম ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিজের পদবি সিনিয়র স্টাফ নার্স উল্লেখ করে ভুয়া-বিল ভাউচার জেলা হিসাব দপ্তরে জমা দেয় এতে অডিটর মাহাফুজুর রহমান সহযোগিতা করে। ৩১ জানুয়ারি একটি ভাউচার খুঁজে না পাওয়ায় তদন্ত করতে গিয়ে জালিয়াতি ধরা পড়ে।