সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ

- আপডেট সময় : ০৪:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো ক্যারিবীয়রা।
বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর শুরু হয় খেলা। ম্যাচ পঞ্চম দিনে গড়াতে বাংলাদেশকে খেলতে হতো ৩৮ ওভার।
মিরাজ-এবাদতদের আসা-যাওয়ার মিছিলে বিস্ফোরক ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
তার ৫০ বলে ৬০ রানের ইনিংসে ১৮৬ রানে অলআউট হয় টাইগাররা।
জয়ের জন্য ১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বল খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে দুই ক্যারিবীয় ওপেনার।
১০ উইকেটের হারে আবারও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা সাকিব-তামিমদের।
তিনটি করে উইকেট নেন কেমার রোচ, আলজারি জোসেফ ও জেডন সিলস। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৪ রান। আর ওয়েস্ট ইন্ডিজ করে ৪০৮ রান। সিরিজ সেরা হন কাইল মায়ার্স।