সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেক মর্গে চলছে স্বজনদের নমুনা সংগ্রহ

- আপডেট সময় : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের শনাক্ত করতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, তৃতীয় দিনের মতো চলছে স্বজনদের নমুনা সংগ্রহ। নমুনা সংগ্রহের ক্ষেত্রে বাবা-মা ও সন্তানদের অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার। এদিকে, নমুনা পরীক্ষা দিতে আসা স্বজনরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতে এত প্রাণহানি ঘটেছে।
দু:স্ব সেই স্মৃতি ! এখনো তাড়া করে বেড়ায় নারায়ণগঞ্জের রুপগঞ্জে আগুনে পুড়ে যাওয়ার পরিবারগুলোর স্বজনদের। চোখে মুখে এখনো তাদের আতংকের ছাপ। মর্মান্তিক সেই দূর্ঘটনার কথা মনে করে এখনো আতঁকে ওঠেন অনেকে।
স্বজনদের শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা ভুক্তভোগীরা বলছেন, মালিক পক্ষের গাফিলতির কারণে এ দুর্ঘটনা আর এতো প্রাণহানি ঘটেছে।
সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, নিহদের শরীর আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। যার কারণে তাদের দাঁত ও হাড়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করা হবে৷ এ কারণে সময় বেশী লাগছে বলে জানান তিনি।
এইদিকে, সকালে, নারায়ণগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এসময় দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন,কারখানাটিতে শিশু শ্রমিকরা কীভাবে কাজ করতো এর তদন্ত করা হবে। বিল্ডিং কোডে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা কোরে এবং আহতদের ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেয়ার কথা জানান তিনি।