সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নের কারণেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৯:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সুষ্ঠু পরিকল্পনা এবং সঠিক বাস্তবায়নের ফলে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে বাংলাদেশ। এ অর্জন ধরে রেখে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশ থেকে মধ্য-আয়ের দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনচেতা হলে অনেক বাধা আসে। সব বাধা পেরিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তার সরকার।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উৎযাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতেই দেশবাসীকে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন গেল ১৩ বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র। বলেন, বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে এবং এ সময়ে দেশের অর্থনীতির আকার এবং মাথাপিছু আয় প্রায় তিনগুণ বেড়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে ভালোবেসে শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে, তাদের পথ চলা কখনও সহজতর হয় না।
দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে আগামী প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লাখো শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন এই দেশ। তাই বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে সম্মান নিয়ে মাথা উঁচু করে দেশের মানুষ চলবে বলে জানান প্রধানমন্ত্রী।