সুষ্ঠু নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

- আপডেট সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকা উত্তরে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। যে-ই নির্বাচিত হোক তাকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি । এদিকে কেন্দ্রে এজেন্টদেরকে ঢুকতে বাধা ও বের করে দেয়ার পাশাপাশি সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এই নির্বাচনে ভোটাররা স্বস্তি পাননি বলে দাবি করেন তিনি । রাজধানীতে আলাদা কেন্দ্রে ভোট দিয়ে এ সব মন্তব্য করেন তারা।
উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা মডেল টাউনের ৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ভোট দেন। এ সময় নির্বাচনে জয়-পরাজয় নিয়ে নিজের অভিব্যাক্তি জানান তিনি । বিকেলে রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা কক্ষ বন্ধ করে ইভিএমে ভোট দেয়ার অভিযোগ করেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। এ সময় নানা অনিয়মের চিত্র তুলে ধরেন তিনি। ইভিএমে ভোট গ্রহণ করায় ভোটারদের উপস্থিতি কম ছিল বলেও দাবি করেন তাবিথ আউয়াল।