সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ২১০৮ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক মতবিনিময় সময় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করার দরকার তাই করে যাচ্ছে। জনগনের অধিকার, স্বাস্থ্য কিছুই বিবেচনা করছে না। মুক্ত সাংবাদিকতা বহু আগেই আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের সত্য প্রকাশে বিধি নিষেধ তৈরী করেছে সরকার। এ সময় জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















