সুরক্ষা অ্যাপের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের টিকা নিতে সুরক্ষা অ্যাপের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা গ্রহণে আগ্রহীরা স্মার্টফোন থেকেই নিবন্ধন করার সব তথ্য পাবেন।
যদিও করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর আগেই ‘সুরক্ষা’ অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে নানা জটিলতায় আটকে থাকা ‘সুরক্ষা’ অ্যাপ অবশেষে উন্মুক্ত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। এরইমধ্যে সারাদেশে ১৬ লাখ করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে।























