সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আবদুল মতিন খসরুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য– সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সুপ্রীম কোর্টের জানাজার পর সেখানেই সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরুর মরদেহে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর পর তাকে কুমিল্লার বুড়িচং উপজেলায় নেয়া হবে। বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে। তার নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহবুব হোসেন।