সুন্দরবনে দুই দশকে ২৪ বার অগ্নিকান্ড হলেও, তদন্ত কমিটির সুপারিশ ১৫ বছরেও বাস্তবায়ন হয়নি
- আপডেট সময় : ০১:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সুন্দরবনে দুই দশকে ২৪ বার অগ্নিকান্ড হলেও, তদন্ত কমিটির সুপারিশ ১৫ বছরেও বাস্তবায়ন হয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় বারবার অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে মনে করে পরিবেশবিদ ও সচেতন মহল। বনবিভাগের দাবি, খাল খননসহ তিনটি সুপারিশের মধ্যে দুটি বাস্তবায়নের পথে।
স্থানীরা জানায়, শুষ্ক মৌসুমে আগুন দেয়া হয়। পরে, বর্ষা মৌসুমে ওই এলাকা থেকে মাছ আহরণ করে দুস্কৃতিকারীরা। কতিপয় জেলে ও বন বিভাগের অসাধু রক্ষীদের যোগসাযশে সুন্দরবন পুর্ব বিভাগের চাদঁপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন এলাকায় বারবার অগ্নিকান্ড ঘটায়। কিন্তু, নীরিহ মানুষের নামে মামলা দেয়া হয় বলে জানায় তারা।
তবে, কারণ হিসেবে মৌয়ালীদের ব্যবহৃত আগুনের কুন্ডলী, জেলেদের সিগারেট, দাবদাহ, অনাবৃষ্টি ও দুস্কৃতিকারীদের দায়ী করে তদন্ত কমিটি। সুন্দরবন ঘেঁষা লোকালয়ের নদী-খাল খনন, অগ্নিকান্ডপ্রবন এলাকায় প্রতি দুই কিলোমিটার পরপর ওয়াচ টাওয়ার নির্মান, ভোলা নদীর কোল ঘেঁষে বনের পাশ দিয়ে বেড়া দেওয়ার সুপারিশ করা হয়। তিনটি সুপারিশ বিভিন্ন প্রকল্পের মধ্যমে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে দাবি করে বন বিভাগ। ২৪ বারের অগ্নিকান্ডে প্রায় ৭২ একর বনভূমি পুড়ে সাড়ে ১৮ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়।
















