সুন্দরবন অঞ্চলে ৩ মাস মাছ ধরায় বন বিভাগের নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০১:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সুন্দরবন অঞ্চলে ৩ মাসের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে।
এতে জীবন-জীবিকা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে খুলনার উপকূলীয় এলাকার জেলেরা।
তবে, নিষেধাজ্ঞার সময়ে দেশের জলসীমায় ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সুন্দরবন অঞ্চলে বন বিভাগের ৯০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কারনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে খুলনার উপকূলীয় এলাকার জেলেরা। তবে জাল বুনে কোন রকম ভাবে সংসার চালাচ্ছেন এ অঞ্চলের নারীরা। তারা বলছেন,পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমন্বয় করে ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপের করাসহ পার্শ্ববর্তী দেশের জেলেদের এ সময় গভীর সাগরে মাছ শিকার বন্ধ করতে হবে।
মৎস্য ও বন অধিদপ্তর সম্মিলিত ভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করলে, এ অঞ্চলের জেলেরা আরো বেশি সুফল পাবে বলে মনে করেন জেলা মৎস বিভাগ।
বন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কারনে ঝুলে আছে খুলনা অঞ্চলের ১২ হাজার জেলের জন্য খাদ্য সহায়তা প্রকল্প।
নিষেধাজ্ঞা চলকালে জেলেদের চালের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ারও দাবি দিয়েছেন জেলে নেতারা।