শাল্লায় নোঁয়াগাও গ্রামে ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী পরিদর্শন করেছেন ধর্মপ্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাও গ্রামে হিন্দুদের ঘরবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী পরিদর্শন করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক।
এ সময় মন্ত্রী বলেন, স্বাধীনতার বিরোধী শক্তিরাই এমন হামলা করছে। স্বাধীনতা বিরোধি শক্তি যারা আছে তারাই এমন অপকর্ম করে। এই ঘটঁনা খুবই নিন্দনীয়। এ সময় মন্ত্রী আরও বলেন,সব ধর্মেই বলা আছে কেউ কারো ক্ষতি করে না। যারা এই হামলা করেছে তারা কোন ধর্মের লোক না। ধর্মের লেবাস পরে তারা এই অপকর্ম করেছে। পরে স্থানীয় নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।























