সুনামগঞ্জের দোয়ারাবাজার-শরিফপুর সংযোগ সেতুটি এখন মরণফাঁদ
- আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার-শরিফপুর সংযোগ সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের সংস্কারের অভাবে রেলিং ও পাটাতন ক্ষতিগ্রস্থ হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।ফলে, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। অন্যদিকে, সরু হওয়ায় প্রতিনিয়ত যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।
প্রায় দুই যুগ পূর্বে দোয়ারাবাজার উপজেলা সদরের সাথে পাশের তিনটি ইউনিয়নের সংযোগ স্থাপনের লক্ষ্যে টিলাগাঁও রাবার ড্যাম সেচ প্রকল্পের আওতায় ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় দোয়ারাবাজার-শরিফপুর সেতুটি। সরু সেতুতে দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জরুরী রোগী, গর্ভবতী নারীসহ স্থানীয়রা।
এদিকে, দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় দিনে দিনে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। কর্তৃপক্ষ জানায়, জনগুরুত্বপূর্ণ এই সেতু সংস্কারের প্রস্তাব করা হবে।
জনভোগান্তি লাগবে দোয়ারাবাজার-শরিফপুর সেতুটি ঠেকসই ও প্রশস্থ করে নির্মাণে দ্রুতই কার্যকর পদক্ষেপ নিবে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।



















