সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের যাদুকাটা নদীতে বালি উত্তোলন বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বালি শ্রমিকরা তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে।
দুপুরে তাহিরপুর শেখ রাসেল খেলার মাঠে মানববন্ধন করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ফরহাদ মিয়া, সুলতান মিয়াসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, যাদুকাটা নদীতে হাজার হাজার শ্রমিক বালি উত্তোলন করে জীবিকা নির্বাহ করছে। আর এটাকে বন্ধ করার জন্য তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে ঝাড়ু মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান তারা।