সুনামগঞ্জের ছাতকে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। রোববার উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আগিজাল গ্রামে জমি ও গ্রাম্য আধিপত্য বিস্তার কেন্দ্র করে একই গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে সফিকুল ইসলাম ও নুরুল হকের ছেলে বদরুল হকের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। রোববার জমিসংক্রান্ত বিষয় নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা উপজেলার কৈতক হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রোববার রাতে ছাতক থানার ওসি নাজিম উদ্দিন জানান, সংঘর্ষে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
















