সুনামগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের স্বাস্থ্য বিভাগে আউটসোর্সিং জনবলে নিয়োগ পাওয়া ২৩৪ জন বকেয়া বেতনের দাবিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে।
দুপুরে পুলিশি বাধাঁর মুখে মানববন্ধন করেন তারা। বঞ্চিতরা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে করোনা যুদ্ধের এমন সময় নিয়মিত ডিউটি করে আসছেন তারা। এই মহামারীতে বকেয়া ১০ মাসের বেতনাদি পাওয়ার দাবি করেন। এসময় তারা করোনার প্রাদুর্ভাব থেকে নিজেদের সুরক্ষা দিতে গ্লাভস ও মাস্কসহ প্রয়োজনীয় প্রটেকশন সরঞ্জামাদি দেয়ারও দাবি জানান।